রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের চাপায় রুহুল আমিন (৫৫) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে মতিঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।
তিনি সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন।
নিহতের ছেলে শাকিল বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। ৬ নম্বর রুটের একটি বাস রাস্তা পার হওয়ার সময় আমার বাবাকে (রুহুল আমিন) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পরে খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু সালে শাহীনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, ‘ঘাতক বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।’