যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়ার উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি।
রবিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে রোহিতা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মমিন রাত ১০টার দিকে রোহিতা ভান্ডারী মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান (ভাই ভাই সমিল) বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রোহিতা বাজার পার হয়ে গ্রাম্য ডাক্তার বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি।
বিএনপি নেতা আব্দুল মমিন ভূঁইয়া বলেন, ‘আমি দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ৭ থেকে ৮ জন আমাকে লক্ষ্য করে দুইটি বোমা মারে। আমি দ্রুত মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করি। একটি বোমা আমার মোটরসাইকেলের কাছে বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে তাড়া করে।’
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
‘পরে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি। বাকিদের মুখে কাপড় বাঁধা থাকায় শনাক্ত করতে পারিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।’
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।