সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় আজিম উদ্দিন সরকার (৫৪) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার পুঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজিম উদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ জানায়, ওই কৃষক বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে তার বাড়ির অদূরে গাঁজা সেবন করতে দেখে। আজিম উদ্দিন তাদের বাধা দিল তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।