সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত মাদক সেবন করে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
মদ্যপানে মারা যাওয়া ফরিদ উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ও রুবেল কানাইঘাট উপজেলার সড়কের বাজার গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামা ভাগ্নে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে মাদক সেবনের এই ঘটনা ঘটে। এ সময় তাদের আত্মীয়স্বজন অচেতন অবস্থায় পেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: ২ কিশোরীকে কক্সবাজারে হোটেলে আটকে নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানায় পরিবারের সদস্যরা।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’