চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৩০ আগস্ট) গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল এ অভিযান পরিচালনা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে অস্ত্র তৈরির ওই কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ওই চার ব্যক্তিকে আটকসহ স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড ভরা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকিটকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে সব সরঞ্জামসহ ওই চারজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন হলেন— চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কামরুল হাসান রেদোয়ান (৫০), সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মো. আশিক (২৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রুমন (৪৫), নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ার মো.আমির ইসলাম (৪০)।
ওসি মজিবুর রহমান জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা রুজু শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।