জয়া আহসান
ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
২০২৫-এর ৭ জুন তথা ঈদুল আযহার এই দিনটিতে ভরপুর বিনোদন নিয়ে একসাথে মুক্তি পেয়েছে দারুণ সব ব্লকবাস্টার। এই কাতারে থেকে চমকপ্রদ ভাবে প্রেক্ষাগৃহে দাঁপিয়ে বেড়াচ্ছে রম্য চলচ্চিত্র ‘উৎসব’। শিরোনামের মতই সিনেমাটি দর্শকদের এক নতুন উৎসবমুখর অভিজ্ঞতার উপহার দিচ্ছে। এর মাঝে রয়েছে পুরনো সব দেশ সেরা নাটক ও সিনেমার নস্টালজিয়া; সাথে গভীর অর্থবহ হাস্যরস। চলুন, সব ধরণের চলচ্চিত্রপ্রেমিদের মন জয় করে নেওয়া এই সিনেমাটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দেশ সেরা অভিনয়শিল্পীদের সমন্বয়ে অভূতপূর্ব আয়োজন
‘উৎসব’-এর শ্রেষ্ঠাংশে ছিলেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, তারিক আনাম খান, ও নরেশ ভুঁইয়া। এই কুশীলবদের অধিকাংশই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া।
এ প্রজন্মের তারকাদের মধ্যে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামাল, ও সৌম্য জ্যোতি।
‘উৎসবের’ চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি। 'উৎসব' এর আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে 'স্বপ্ন স্কোয়ারক্রো' ও 'পথ প্রোডাকশনস'।
আরো পড়ুন: শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
পর্দার পেছনের চলচ্চিত্রশিল্পীরা
ছবির পরিচালনায় ছিলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কাইজার’-খ্যাত নির্মাতা তানিম নূর। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। লেখনীতে তানিম নূরের সাথে যৌথভাবে ছিলেন আয়মান আসিব স্বাধীন, সামিউল ভূঁইয়া, এবং সুস্ময় সরকার। এদের মধ্যে চিত্রনাট্য ও সংলাপ বানিয়েছেন সামিউল ভূঁইয়া এবং আয়মান আসিব স্বাধীন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রাশেদ জামান।
সিনেমার গল্প
জাহাঙ্গীর একজন স্বার্থপর ও কৃপন ব্যবসায়ী। হঠাৎ এক দৈববাণীর সংস্পর্শে তার বোধোদয় হয়। নিমেষেই তিনি পরিণত হন পুরোদস্তুর এক পরোপকারী মানুষে।
ফ্যামিলি ড্রামা ঘরানার এই মুভিটিতে এক অভূতপূর্ব সন্নিবেশ ঘটেছে পুরোনো কিছু সিনেমা ও নাটকের সংলাপের। বিষয়টি দর্শকদের বিশেষ করে মধ্য বয়স্কদের পুরনো সময়ের স্মৃতিকাতরতায় ভাসিয়েছে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
উল্লেখ্য যে, একদম শুরুতে ছবির ঘোষণা হয়েছিলো মজার একটি স্লোগানের মাধ্যমে আর তা হচ্ছে- সংবিধিবদ্ধ সতর্কীকরণ- পরিবার ছাড়া দেখা নিষেধ।
মুক্তি পরবর্তী ছবির চমকপ্রদ সাফল্য
ঈদের পঞ্চম দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির ক্যাপাসিটি ছিলো ৭ লক্ষ ৫১ হাজার ৯৫০। ৯টি শো-এর ১ হাজার ৪৮৯ টা টিকেটের সবগুলোই বিক্রি হয়ে গিয়েছিলো। এমনকি অগ্রিম টিকেট বিক্রি হওয়ায় ষষ্ঠ দিনের জন্যও অবশিষ্ট কিছু ছিলো না। শাকিব খানের ‘তান্ডব’ সিনেমার পরে শুধুমাত্রই এই ‘উৎসব’-এর জন্য হলটিতে এই অবস্থা।
এমন একটি ড্রামা জনরার মুভির জন্য বিষয়টি নিতান্তই অপ্রত্যাশিত ছিলো। বলাই বাহুল্য যে, খুব বেশি শো রাখা ছিলো না এর জন্য। এমনকি ১০০ ভাগ অকুপেন্সীর পরেও সিনেমাটি যথেষ্ট শো পায়নি। ফলে অনেকেই টিকেট না পেয়ে বাধ্য হয়ে অন্য সিনেমা দেখেছে।
এই কারণে বিপুল প্রত্যাশা থাকলেও বক্সঅফিস সংগ্রহ আশানুরূপ মাত্রায় পৌঁছতে পারেনি। চার দিনে সিনেমার মাল্টিপ্লেক্স আয় ছিলো সর্বমোট ২৫ দশমিক ৯১ লাখ টাকা।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
পরিশিষ্ট
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমার এই সাফল্য ঢালীউডের চিরাচরিত গতিপথে পরিবর্তন এনেছে। নাট্যজগতের প্রথিতযশা সব মুখগুলো একসাথে থাকায় মন সম্মত অভিনয় পাওয়া গেছে শতভাগ। সেই সাথে বিশ্ববিখ্যাত গল্পের দক্ষ রূপান্তর স্ক্রিণের পুরো সময়টা জুড়ে ছড়িয়েছে মুগ্ধতা। গভীর হাস্যরসের পরিমিতি এবং নাটকীয়তার নির্দেশনাশৈলী ছুঁয়ে গেছে প্রতিটি দর্শকের হৃদয়। এই সাফল্যের নিরিখে অকপটেই স্বীকার করা যায় যে, শিঘ্রই সুদিন ফিরছে বাংলাদেশি চলচ্চিত্রে।
১৭৬ দিন আগে
জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে।
খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।
জয়ার পোস্ট থেকে জানা যায়, প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে 'জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ' নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কারটি 'খয়র-ই-মান্দেগার' নামক একটি প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।
আরও পড়ুন: তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
এই পুরস্কারের পাশাপাশি, 'ফেরেশতে' চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।
সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
উল্লেখ্য, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর পাশাপাশি 'ফেরেশতে' চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে জনগণ, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।
এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
৬৫৩ দিন আগে
তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এটি ‘ফেরেশতে’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে প্রদর্শন করা হয়েছে।
আর অভিনয়ের জন্য বরাবরের মতো বেশ প্রশংসিত হয়েছেন জয়া।
এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ‘ফেরেশতে’।
আরও পড়ুন: শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে।
এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।
ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
৬৭১ দিন আগে
বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
একসময় বলা হতো কলকাতার সিনেমায় বাংলাদেশের জয়া আহসান, কিন্তু বেশ কয়েক বছর পেরিয়ে জয়া এখন কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির একজন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দেশের বাইরের ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর সফলতা শুধু তাকেই নয় বাংলাদেশকেও নতুনভাবে পরিচিত করেছে। কলকতার জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীর চেয়ে তার সফলতার ঝুড়ি একটু বেশিই ভারি!
জয়া যে বলিউডের সিনেমায় কাজ করছেন সেটি তো আগেই সবার জানা। ‘কাড়াক সিং’ সিনেমাটি পর্দায় কবে দেখা যাবে তাকে, এ নিয়েই অপেক্ষা। কারণ, একদিকে প্রথম হিন্দি সিনেমা, অন্যদিকে তার বিপরীতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। যিনি কিনা এই সময়ে বলিউডে ওটিটির ব্যবসায় সফল কাস্টিংদের একজন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
শুক্রবার (৮ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেল ‘কাড়াক সিং’। গল্পের প্লট কয়েকটি ঘটনায় এগিয়ে গেছে। যার অনেকটা জুড়েই রয়েছেন জয়া আহসান। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়ার রসায়ন ছিল নজরকাড়ার মতো।
জয়া প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠি ভারতের এক সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার পিরিচালক অনিরুদ্ধ রায়ের কাছে জয়া সম্পর্কে জানি। তার বেশ প্রশংসাও শুনি। এরপর জয়ার কয়েকটি বাংলাদেশি সিনেমা দেখি।’
অন্যদিকে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় আমাদের ডিরেক্টর বলেছেন একদম অভিনয় করা যাবে না। সো, যতটা আন্ডারটোন করা যায়। পঙ্কজ ত্রিপাঠি থেকে সবাই খুব সুন্দর অভিনয় করেছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন।’
‘কাড়াক সিং’ সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, মালয়ালম অভিনেত্রী পার্বতী প্রমুখ।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
৭২৬ দিন আগে
অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
প্রতি বছরের মতো এবারও নভেম্বরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসর। যেখানে ‘ফিচার ফিল্ম’ বিভাগের প্রতিযোগিতায় রয়েছে জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’।
এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। এছাড়া ইরানের সঙ্গে ‘ফেরেশতে’র যৌথ প্রযোজনায় রয়েছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।
আরও পড়ুন: ওয়েব সিরিজে জুটি বাঁধলেন শুভ ও সোহিনী
সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জীবন কাটে সংগ্রাম করে। এমনই এক চরিত্রে আমাকে দেখা যাবে।’
জয়া আরও বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে। কারণ পুরো টিম ইরানি ভাষায় কথা বলে। এটি একটি বিষয় ছিল। কিন্তু সিনেমার তো ভাষা সব এক। সে কারণেই এটি বাধা হতে পারেনি।’
সিনেমাটিতে জয়া আহসান ছাড়া বাংলাদেশ থেকে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
প্রসঙ্গত, এই উৎসব ছাড়াও আসন্ন জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ‘ফেরেশতে’।
আরও পড়ুন: টাইম ফ্লাইস: ফ্রিদা কাহলো চরিত্রে আসছেন অ্যাডল্ফ খান
ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার
৭৫১ দিন আগে
চঞ্চল ও জয়া ছাড়াও যারা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের তালিকা।
এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ‘হাওয়া’ সিনেমার জন্য পাচ্ছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠবে দুজনের হাতে। তারা হলেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
শ্রেষ্ঠ চলচ্চিত্র তালিকায় রয়েছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালক ‘শিমু’ সিনেমার পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
আরও পড়ুন: মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক-
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘরে ফেরা
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ’)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: আফসানা করিম ওরফে আফসানা মিমি (‘পাপ পূণ্য’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: সুভাশিষ ভৌমিক (‘দেশান্তর’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মো. সাইফুল ইমাম ওরফে দিপু ইমাম ( অপারেশন সুন্দরবন)
শ্ৰেষ্ঠ শিশু শিল্পী: বৃষ্টি আক্তার (চলচ্চিত্র- ‘রোহিঙ্গা’) ও মুনতাহা এমিলিয়া (‘বীরত্ব’)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মোছাঃ ফারজিনা আক্তার (‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মাহমুদুল ইসলাম খান ওরফে রিপন খান (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গায়ক: শুভাশীষ মজুমদার বাপ্পা ওরফে বাপ্পা মজুমদার (‘অপারেশন সুন্দরবন’) ও চন্দন সিনহা (‘হৃদিতা’)
শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আক্তার আনিসা (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (‘পরাণ’)
শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ কাহিনীকার: ফরিদুর রেজা সাগর (‘দামাল’) ও খোরশেদ আলম খসরু (‘গলুই’)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম ( ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (‘গলুই’)
শ্ৰেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (‘শিমু)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (‘রোহিঙ্গা’)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (‘রোহিঙ্গা’)
শ্ৰেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (‘হাওয়া’)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: তানসিনা শাওন (‘শিমু)
শ্রেষ্ঠ মেক-আপম্যান: মো. খোকন মোল্লা (‘অপারেশন সুন্দরবন’)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৩৫ জনের হাতে তুলে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৯ পেলেন সাংবাদিক-লেখক শাহনাজ মুন্নী
৭৬৫ দিন আগে
দ্বিতীয়বার ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
আগামী দুই বছরের জন্য জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক এবং উন্নয়ন কর্মী, জয়া আহসান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। যা এ বছরের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন এবং আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন।
আরও পড়ুন: শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং
ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে এই দুই বছরে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।
জয়া আহসান বলেন, ‘আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।’
তিনি বলেন, ‘আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকব।’
জয়া আহসান আরও বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে। আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের ভূমিকা পালন করতে হবে|’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়া আহসান শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজনকে ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান।
লিলার আরও বলেন, গত এক বছরে তার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো গেছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব এবং যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।
আরও পড়ুন: ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
১০৩৬ দিন আগে
শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং
বাংলাদেশ ও কলকাতার গণ্ডি পেরিয়ে জয়া আহসান এখন বলিউডে পৌঁছে গেছেন। তার প্রথম হিন্দি ভাষার চলচ্চিত্র ‘করক সিং’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে।
গত বছরের ডিসেম্বরের শুরু হয় সিনেমাটির শুটিং। সম্প্রতি শেষ হয়েছে ‘করক সিং’-এর কাজ। এরপরই শুটিংয়ের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন জয়া আহসান।
ছবি শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি ও অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
১০৫৪ দিন আগে
বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
বাংলাদেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায় বেশ আগেই দেখা গেছে জয়া আহসানকে। সেখানে দেখিয়েছেন মুন্সিয়ানা। নিজের ঝুলিতে এনেছেন পুরস্কার। কুড়িয়েছেন সুনাম। এবার তাকে দেখা যাবে বলিউডের সিনেমায়। মুখ্য চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী।
এমনটাই জানিয়েছে কলকাতার গণমাধ্যম দৈনিক আনন্দবাজার। যেখানে বলা হয়েছে, কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি ভাষার সিনেমা ‘করক সিংহ’-এ দেখা যাবে জয়া আহসানকে। সেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
সিনেমাটিতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
আর্থিক কেলেঙ্কারির গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘করক সিংহ’। কলকাতা ও মুম্বাইয়ে হবে সিনেমাটির শুটিং। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে শুরু হওয়ার পর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল ঠিক করা হয়েছে।
আরও পড়ুন: সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
১১০১ দিন আগে
ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
দীর্ঘদিন ‘বিউটি সার্কাস’ নিয়ে আলোচনা চললেও সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হচ্ছে এ মাসেই।
আগামী ২৩ সেপ্টেম্বর ১১টি হলে মুক্তি পাবে মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমা।
রাজধানীর বিয়াম অডিটোরিয়াম হলে সিনেমাটি মুক্তির উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ‘বিউটি সার্কাস’-এ মূল চরিত্রে অভিনয় করা জয়া আহসান।
আরও পড়ুন: সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
এছাড়াও ছিলেন অভিনেতা ফেরদৌস, এবিএম সুমন, সঙ্গীতশিল্পী সুলতানা শারমিন সুমি, পরিচালক মাহমুদ দিদারসহ সংশ্লিষ্ট অনেকে।
সংবাদ সম্মেলনের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, ‘বাংলার আবহমান সংস্কৃতি সার্কাস নিয়ে এই সিনেমা। অভিনয় জীবনে এমন কিছু চরিত্র করার সুযোগ আসে যা নতুন অভিজ্ঞতা দেয়।
এই সিনেমার আমার চরিত্রটিও তেমন। অনেক কষ্ট করে কাজটি করেছি। আমার ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’। আশা করি সবাই সিনেমাটি দেখবেন।’
২০১৭ সালে নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশালযজ্ঞে ২০০ জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহনে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। পরবর্তীতে মুক্তির পরিকল্পনা থাকলেও মহামারি করোনার জন্য পিছিয়ে যায়।
জয়া আহসান ছাড়া ‘বিউটি সার্কাস’-এ আরও অভিনয় করেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
১১৭৪ দিন আগে