একজন
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।
আসামিরা হলেন— জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও একই এলাকার শহীদ বেপারীর ছেলে আলীম।
আরও পড়ুন: নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই সন্তানকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুমনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুর রাজ্জাক ও আলীমের পক্ষে ছিলেন কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আইনজীবী বুলবুল আহমেদ গোলাপ।
মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা যায়, বিল্লাল হোসেনের মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন সুমন। আর জমি নিয়ে বিরোধ ছিল আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় সুমন ও আলীম মিলে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুজনে মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে হত্যা করেন। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে বিচার কার্যক্রম চলমান।
এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
২১৮ দিন আগে
গাজীপুরে হামলা: ঢামেক হাসপাতালে একজনের মৃত্যু
গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলার শিকার কাশেম খান (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে কাশেম খান। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গাজীপুর মহানগরীর দক্ষিণখানে আওয়ামী লীগের ক্যাডারদের অতর্কিত হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবন ভাঙচুরের চেষ্টা করলে তারা দলটির কর্মীদের আক্রমণের শিকার হন।
আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ৪৮ জন
তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে কাশেম আজ মারা যান।
২৯৫ দিন আগে
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) জাপান, মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়ার পর এবার বাংলাদেশেও একজনের দেহে শনাক্ত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভাইরাসটিতে একজন নারী আক্রান্ত হয়েছেন, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতিবছরই দু-চারজন রোগী আক্রান্ত হচ্ছেন।’
আরও পড়ুন: এইচএমপিভি ভাইরাস: কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা
গত ৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কোভিড-১৯ মহামারির পর চীনে বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ, যা আরেক স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি করছে।
তাহমিনা শিরিন বলেন, ‘হিউম্যান মেটানিউমোভাইরাসটি নতুন কোনো ভাইরাস নয়। তবে এটা শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আরও আগে থেকেই আমরা পেয়েছি। কাজেই এটা নতুন কোনো ভাইরাস নয়।’
৩২৬ দিন আগে
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে মো. নুরুল আফছার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর দিকে উপজেলার ফেনীরকুল কাঁঠালবাড়ি এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নিহত আফছার ঐ এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে।
নিহতের বড় ভাই বেলাল হোসেন বলেন, আফছার গরুর জন্য ঘাস কাটতে গেলে বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাত হলে আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আফছারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু
সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু
৪২৮ দিন আগে
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অষ্টগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাড়ির পাশের জমি থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম নিহত হন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৩
৪৩৯ দিন আগে
মাগুরায় পানিতে ডুবে একজনের মৃত্যু
মাগুরায় নৌকা চড়ে নদী পার হওয়ার সময় নদীতে পড়ে খাইরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলায় লাঙ্গলবাধ ঘাটে গড়াই নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
খাইরুল ইসলাম মাগুরা সদর থানার আলমখালী গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাছমিন আলী বলেন, খাইরুল খেয়া পার হওয়ার সময় নদীতে পড়ে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে পানিতে ডুবে ২ জনের মৃত্যু
রাজশাহীতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৫৪৪ দিন আগে
বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের লাশ উদ্ধার
ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে পড়ে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সাদেক মিয়া নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড়ভাই শফিক মিয়া তার লাশ শনাক্ত করেছেন। এনিয়ে পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নৌকাডুবির ঘটনার পর থেকে গার্মেন্টস ব্যবসায়ী সেলিম শিকদার ও আতাউর রহমান নিখোঁজ ছিলেন। ঠিক দুইদিন পর শনিবার তাদের লাশ ভেসে উঠার পর রবিবার বিকালে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে।
আরও পড়ুন: নড়াইলে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৪
ঢাকার সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান জানান, বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে পাঁচ যাত্রীহ কেরানীগঞ্জ যাওয়ার পথে এমভি এমআর খান ও এমভি কুয়াকাটা-১ লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়।
এ সময় মাঝিসহ তিন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। তবে সেলিম ও আতাউরসহ সাদেক মিয়া নিখোঁজ থাকে। সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনভর অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।
শনিবার প্রথমে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রহমান ডকইয়ার্ডে সামনে সেলিমের লাশ ভেসে ওঠে। পরে বিকালে একই থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীতে আতাউরের লাশটিও ভেসে ওঠে। এরপর পর রবিবার বিকালে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে। নৌ পুলিশ তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ
কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
৬৪৮ দিন আগে
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শরীয়তপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত-২
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন বাবলু মিয়া। ডাল কাটার সময় অসাবধানবশত ডালটি বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা বলে চিৎকার দেন বাবলু মিয়া।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দেখতে পায় বাবলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে ঝুলছিলেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
উলিপুর পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম চিরেন্দ্রনাথ রায় জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ডাল কাটার আগে যদি আমাদের জানাতেন তাহলে কিছুক্ষণের জন্য সঞ্চালন লাইনটি আমরা বন্ধ করে রাখতে পারতাম।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
৬৯৯ দিন আগে
মাথাভাঙা নদীতে একজনের লাশ উদ্ধার
দর্শনা নাস্তিপুর সীমান্তের মাথাভাঙা নদীতে কোমরে বেল্টবাধা অবস্থায় ডুবে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।
রবিবার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙা নদী থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিরাজ আলি দর্শনা থানার নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলির ছেলে।
আরও পড়ুন: ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্পের ‘উদ্ভট প্রস্তাবের’ নিন্দা
পুলিশ ও গ্রামবাসী জানায়, মিরাজ বিকালের দিকে সহকর্মীদের নিয়ে নাস্তিপুর নফীর ঘাটের কাছে অপেক্ষা করতে থাকেন। সুযোগ বুঝে মেরাজ তার কোমরে সেট করা মালামাল (স্বর্ণের বার) নিয়ে সীমান্তের ওপারে যাওয়ার উদ্দেশে নদীতে লাফ দেন।
গ্রামবাসীরা জানান, ১৭ থেকে ১৮ বছর বয়সি ছেলে মালামালের (স্বর্ণের বার) বেশি ওজনের কারণে আর উঠতে না পেরে নিখোঁজ হন। পরে তার সহকর্মীরা বাড়িতে খবর দিলে খোঁজাখুঁজি শুরু হয়। বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামের ঘাট মোড়ে লাশ ভেসে উঠে। লাশ ডাঙায় তোলার পরপরই স্থানীয় ক্যাম্পের বিজিবি-ও দর্শনা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে তার কোমরে বিশেষ ব্যবস্থায় বাধা স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঘটনার তদন্তকারি কর্মকর্তা দর্শনা থানার সেকেন্ড অফিসার ৮টি বড় ও ২টি ছোট সাইজের স্বর্ণেরবার উদ্ধার করা করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, স্বর্ণ পাওয়া গেছে, ওজন না করে সঠিকভাবে বলা যাবে না। দর্শনা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে কোমরে বেল্ট বাধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে আরও জেনেছি, রবিবার দুপুর থেকে মিরাজকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকালে নদী থেকে লাশ উদ্ধার হলো।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার উপরে, আতঙ্কে নদী পাড়ের মানুষ
ভোলার ইলিশায় নদী তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু
৭৮৮ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
বরিশালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নবগ্রাম রোডের উত্তর কড়াপুরের যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানের চালক মিজান হাওলাদার (৪৮) নগরীর নবগ্রাম রোডের বিনয় বাজার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, পিকআপ বোঝাই করে সবজি নিয়ে বরিশালের দিকে যাছিলেন মিজান।
তিনি আরও বলেন, পিকআপটি উত্তর কড়াপুর এলাকা অতিক্রমকালে একটি কুকুর গাড়ির সামনে পড়ে। তখন চালক মিজান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফেনীতে সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
পত্নীতলায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
৭৯৭ দিন আগে