মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।
আসামিরা হলেন— জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও একই এলাকার শহীদ বেপারীর ছেলে আলীম।
আরও পড়ুন: নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই সন্তানকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুমনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুর রাজ্জাক ও আলীমের পক্ষে ছিলেন কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আইনজীবী বুলবুল আহমেদ গোলাপ।
মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা যায়, বিল্লাল হোসেনের মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন সুমন। আর জমি নিয়ে বিরোধ ছিল আলীমের। মেয়েকে উত্ত্যক্তের বিচার চাওয়ায় সুমন ও আলীম মিলে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুজনে মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে হত্যা করেন। এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে বিচার কার্যক্রম চলমান।
এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।