আজ অফিস খুলেছে
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ অফিস খুলেছে
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ অফিস খুলেছে। কিন্তু কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি কম। কর্মস্থলগুলোতে এখনও ফেরেনি পুরো কর্মচাঞ্চল্য।
সোমবার (২৪ এপ্রিল) ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অনেক কম। বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ঐচ্ছিক ছুটিতে রয়েছেন।
আজ সচিবালয়ে সকালে সরেজমিনে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এই চিত্র দেখা যায়।
আরও পড়ুন: ঈদের ছুটি আরও ১ দিন বাড়ল
গত ১৯ এপ্রিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হয়। তাদের সেই ছুটি শেষ হয় রবিবার (২৩ এপ্রিল)।
জানা যায়, যারা দূর-দূরান্তে ঈদ করতে গেছেন, তারা সবাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাই উপস্থিতি কম।
ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের বারান্দা, সিড়ি, লিফট, সর্বত্রই ঈদ শুভেচ্ছা বিনিময় চলছে। একে অপরকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিচ্ছেন।
আরও পড়ুন: ২০২৩ সালে ব্যাংকগুলো সরকারি ছুটি পাবে ২৪ দিন
৯৬৫ দিন আগে