পিকনিক বাস
চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ২০
চাঁপাইনবাবগঞ্জ সদরে স্কুলের পিকনিক বাস উল্টে বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
রবিবার সকালে জেলার উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, একটি বাসে করে শিবগঞ্জ উপজেলার দু’টি স্কুল এইচএম হাইস্কুল ও বেল আফরোজা হাই স্কুলের প্রায় ৬০ শিক্ষার্থী ও শিক্ষকরা পিকনিকের উদ্দেশে দিনাজপুরের স্বপ্নপুরী যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাওয়েল এলাকায় বাসের সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের চালক ও সহকারীসহ অন্তত ২০জন আহত হয়।
আরও পড়ুন: খুলনায় চায়ের দোকানে বোমা বিস্ফোরণে আহত ৩
খবর পেয়ে ফায়ার সার্ভিস দল তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, আহতদের মধ্যে হাসপাতালে ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আর গুরুতর আহত হওয়ায় বাসের সহকারী অপু ও দুলাল নামে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত ৩০
১০২৩ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকনিক বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, রাত ৩টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারগামী পিকনিক বাসটি মহাসড়কের পাশের গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গাড়ি থেকে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয় দুই যাত্রী।তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি জব্দ করেছে বলেও জানান এসআই।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের আসাম সফরে বাংলাদেশ প্রতিনিধিদল
মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪ দিনের মেঘালয় সফরে বাংলাদেশ প্রতিনিধিদল
ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত
১১৩৬ দিন আগে
কক্সবাজারে বিদ্যুতের খুঁটির সাথে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২, আহত ১৭
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে বিদ্যুতের খুঁটির সাথে পিকনিকের গাড়ির ধাক্কায় রবিবার দুজন পর্যটক নিহত ও ১৭ জন আহত হয়েছন।
১৮৯৭ দিন আগে
পিকনিক বাস উল্টে রাঙ্গামাটিতে নিহত ১
রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় শুক্রবার সকালে পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছে।
২১৩৭ দিন আগে