���������������������
সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
১০২তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ (অভিষেক) পেলেন ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। ২২টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে তিনি প্রায় ১ হাজার ৪০০ রান সংগ্রহ করেন, যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ একাদশে অপেক্ষাকৃত নতুন কিছু মুখকে বেছে নিয়েছে।
একমাত্র পেসার শরীফুল ইসলামের পাশাপাশি থাকছেন ৩ স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আরও পড়ুন: সিলেটে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড টেস্টের টিকিটের মূল্য প্রকাশ
এই টেস্টটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ২০১৮ সালের পর থেকে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন
নিউ জিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ: ট্রফি ছাড়াও ৪ মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
সিলেটে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড টেস্টের টিকিটের মূল্য প্রকাশ
সিলেটে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ- নিউ জিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) প্রথম টেস্ট ম্যাচের টিকিটের দাম- গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা ও গ্রিন হিল এরিয়া ১০০।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (এসআইসিএস) মেইন গেট লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়াম (মেইন গেট) রিকাবীবাজারের টিকিট কাউন্টারগুলোতে ম্যাচের আগের দিন বিকাল সাড়ে ৫টা থেকে ম্যাচের দিন সকাল ৯টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
এই সিরিজের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটি হবে টাইগারদের প্রথম হোম সিরিজ।
এই সিরিজের জন্য বিসিবি আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: ঘরের মাঠে নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার শান্ত।
উল্লেখ্য, এই সিরিজে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে চলেছে তিন খেলোয়াড়- হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদের।
যদিও মাহমুদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, এটি হবে তার টেস্ট অভিষেক। অন্যদিকে, শাহাদাত ও মুরাদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি ঢাকায় ৬ ডিসেম্বর।
নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের অভিযোগে মারলন স্যামুয়েলস ৬ বছরের জন্য নিষিদ্ধ
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে ছয় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রেস নোটে আইসিসি এ তথ্য নিশ্চিত করেছে।
আইসিসি জানিয়েছে, একটি স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল এই সিদ্ধান্তে পৌঁছেছে। স্যামুয়েলসকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী একাধিক ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) হয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করেছিল আইসিসি।
চলতি বছরের আগস্টে দেওয়া রায়ে ট্রাইব্যুনাল সর্বসম্মতভাবে স্যামুয়েলসকে চারটি ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে।
এরমধ্যে অনুচ্ছেদ ২.৪.২ অনুযায়ী, কোনো উপহার, অর্থপ্রদান, আতিথেয়তা বা অন্যান্য সুবিধাপ্রাপ্তির কথা প্রকাশ না করায় স্যামুয়েলসের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুচ্ছেদ ২.৪.৩- এর অধীনে স্যামুয়েলসকে ৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের আতিথেয়তার তথ্য প্রকাশে অবহেলা করার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ট্রাইব্যুনাল সর্বসম্মত সিদ্ধান্তে নিয়েছে, এছাড়াও স্যামুয়েলস অনুচ্ছেদ ২.৪.৬ এবং ২.৪.৭ লঙ্ঘন করেছে।
সাবেক এই ক্রিকেটার তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা না করায়ও অভিযুক্ত হয়েছেন।
এর পরিবর্তে প্রাসঙ্গিক তথ্য গোপন করে তদন্তে বাধা বা বিলম্ব করার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।
২০২৩ সালের ১১ নভেম্বর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
আইসিসির মানবসম্পদ ও সততা ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল তার বক্তব্যে শাস্তির কঠোরতার উপর জোর দিয়েছেন।
মার্শাল বলেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছেন এবং জানেন দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ না করার ক্ষেত্রে তার দায়িত্ব ঠিক কী ছিল’।
তিনি আরও বলেন, ‘মি. স্যামুয়েলস যদিও এখন অবসর নিয়েছেন, কিন্তু অপরাধ সংঘটিত করার সময় তিনি খেলায় নিয়মিত ছিলেন। যারা নিয়ম ভাঙতে চায়, ছয় বছরের নিষেধাজ্ঞা তাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ময়মনসিংহে শেখ হাসিনা বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু শুক্রবার
ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা বিভাগীয় মহিলা (অনূর্ধ্ব-১৫) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠেআগামী শুক্রবার (২৪ নভেম্বর) শুরু হবে।
এদিন সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী খেলার উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর চারটি নারী দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুন: নারী ক্রিকেট নিয়ে ব্যর্থতা স্বীকার করল পাপন
আইসিসি বিশ্বকাপ: ট্রফি ছাড়াও ৪ মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা
আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম সংস্করণের চ্যাম্পিয়নরা ৪০ লাখ মার্কিন ডলারের (আনুমানিক ৩৩ কোটি) প্রাইজ মানি এবং জমকালো ট্রফি পাবে।
রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যুতে বিশ্বকাপ ট্রফির জন্য আবারও ফাইনালে মুখোমুখি হয় দুই প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।
রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (আনুমানিক ১৬ দশমিক ৫ কোটি)।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল (নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) পাবে ৮ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৬ দশমিক ৫ কোটি)।
নকআউট পর্বে বাদ পড়া বাকি ছয়টি দল প্রত্যেকে পাবে ১ লাখ মার্কিন ডলার (আনুমানিক ৮৩ লাখ) পাবে।
এ ছাড়াও, প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচের বিজয়ী ৪০ হাজার মার্কিন ডলার (আনুমানিক ৩৩ লাখ রুপি) পরিমাণ ইনসেনটিভ পাবেন।
বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থাটি বলেছে, পুরস্কারের অর্থ আসন্ন আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ নজিরও স্থাপন করতে চলেছে।
২০২৩ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সম্মেলনের সময় পুরুষ ও নারীদের উভয় ইভেন্টের জন্য সমান পরিমাণের অর্থ ঘোষণা করে আইসিসি।
আইসিসি এবার ভারত জুড়ে ১০টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ছয় সপ্তাহের ৪৮-ম্যাচের আইসিসি বিশ্বকাপের জন্য ১ কোটি মার্কিন ডলার (আনুমানিক ৮৩ কোটি রুপি) মোট প্রাইজ মানি বরাদ্দ করেছে।
রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে ১০টি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলেছে। যেখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) আইসিসি বিশ্বকাপের ২০২৩ ফাইনালে ভারতের বিপক্ষে ২৪১ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে অস্ট্রেলিয়া।
এই বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল বোলার মোহম্মদ শামি ইনিংসের দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারের প্রথম উইকেট তুলে নেন।
এরপর ইনিংসের পঞ্চম ওভারে জাসপ্রিত বুমরাহর শিকার হন মিচেল মার্শ। স্টিভেন স্মিথকেও ঘরে ফেরান বুমরাহ।
২৮ ওভারের পরে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬২ রান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: অস্ট্রেলিয়াকে ২৪০ রানের টার্গেট দিয়েছে ভারত
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: অস্ট্রেলিয়াকে ২৪০ রানের টার্গেট দিয়েছে ভারত
ভারতের আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) আইসিসি বিশ্বকাপের ২০২৩ ফাইনালে ৫০ ওভারে ২৪০ রান করেছে ভারত।
টস হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়ান পেস আক্রমণে ভারতীয় ব্যাটিং লাইন ছিন্ন-ভিন্ন হয়ে যায়।
বিরাট কোহলি ও লোকেশ রাহুল দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন।
মিচেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রানে তিন উইকেট নিয়েছেন। শুভমান গিলকে আউট করে তিনি এই সাফল্যের সূচনা করেন।
১০০ রানে পৌঁছানোর আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
অন্যান্য ম্যাচের মতো রোহিত শর্মা ঝোড়ো সূচনা করেছিলেন, কিন্তু ভারতীয় অধিনায়ক তার আগ্রাসি ব্যাটিং ধরে রাখতে পারেননি।
গিলের মতো শ্রেয়াস আইয়ারও তার জীবনের সবচেয়ে বড় ম্যাচে উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন।
উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক জশ ইঙ্গলিস।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক তিনটি উইকেট নেন এবং জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন।
এই ম্যাচের আগে আইসিসি বিশ্বকাপের আরেকটি ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল, যেটি অস্ট্রেলিয়া জিতেছিল।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
ভারতের আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ১০০ রানে পৌঁছানোর আগেই তিনটি উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়েছে ভারত।
অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
২০তম ওভারের পর ভারতের দাঁড়ায় তিন উইকেটে ১১৫ রান।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। তাদের আগের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত
আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া
আহমেদাবাদে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া।
১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হলো ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫টি বিশ্বকাপ জিতেছে এবং ভারত এখন পর্যন্ত দু'বার জয়ের স্বাদ পেয়েছে।
ভারত এই বিশ্বকাপে ১০টি ম্যাচের সবকটি জিতে ফাইনালে উঠেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া চ্যালেঞ্জিং অবস্থায় শুরু করলেও পরে তা কাটিয়ে উঠে বর্তমান অবস্থায় এসেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ-২০২৩: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ. আফ্রিকার সংগ্রহ ২১২ রান
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রিত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজি
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
ঘরের মাঠে নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।
সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ অংশ।
টেস্ট দলে প্রথম ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২২ বছর বয়সী এই ক্রিকেটার দুর্দান্ত সূচনা করেছেন। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর থেকে ২৫ ম্যাচে ১২১ উইকেট অর্জন করেছেন তিনি।
চট্টগ্রাম বিভাগের টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু ও পেস বোলার হাসান মাহমুদকেও দলে রাখা হয়েছে।
আঙুলের চোটের কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার সহঅধিনায়ক লিটন দাসও এক মাসের ছুটিতে রয়েছেন।
নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।