ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) বিকালে এসব হতাহতের ঘটনা ঘটে।
বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও আখাউড়ায় উপজেলায় ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম ও বনগজ গ্রামের জামির খাঁ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় কৃষক শামসুল হুদা বজ্রপাতে মারা যান।
আরও পড়ুন: দেশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
এদিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ ও রুটি গ্রামে নিজ জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রপাতে মারা যান।
আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে হবিগঞ্জে বজ্রপাতে বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (১১ মে) জেলার আজমিরীগঞ্জে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করছিলেন। গোসলরত অবস্থায়ই বজ্রপাতে আহত হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।