মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী এমভি ময়ূর-৭ লঞ্চ ও রেদোয়ান রিয়াদ-১ নামের বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও নৌযান দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে জেলার মোল্লারচর এলাকার কাছে ধলেশ্বরী নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে উভয় নৌযানই আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং সংযুক্ত হয়ে যায়, যা এখনো বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমভি ময়ূর-৭ সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেড রেদোয়ান রিয়াদ-১ এর সঙ্গে মাঝনদীতে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক বসতবাড়ি
দুর্ঘটনার পর, এমভি ঈগল-৪ নামের আরেকটি লঞ্চ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এমভি ময়ূর-৭ লঞ্চে থাকা প্রায় ২৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
ময়ূর-৭ লঞ্চের মালিক ফয়েজ আহাম্মেদ বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বলেন, ‘নৌযান দুটির নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় কাজ চলছে, তবে তিনতলা লঞ্চটির বড় একটি বেশ কিছু অংশ বাঙ্কহেডর ওপর উঠে গেছে। তাই অন্য লঞ্চ দিয়ে টেনেও নামানো যাচ্ছে না।’