রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় ওই যুবক নিহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: শরীয়তপুর সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৩
এর আগে, ওই এলাকার টহল দায়িত্বে থাকা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, আনুমানিক ২২ বছর বয়সী এক যুবক রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বাদশা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাছাড়া, দুর্ঘটনার কারণ নির্ণয় ও নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।