টানা দুই দিন পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার, কমেছে সবকটি সূচক। অন্যদিকে প্রথম কার্যদিবসে উত্থান হলেও দ্বিতীয় দিনে পতন হয়েছে চট্টগ্রামের বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৭ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের। ৯৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২২১ কোম্পানির এবং দাম অপরিবর্তিত আছে ৭৮ কোম্পানির।
‘এ’, ‘বি’ এবং ‘জেড’- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম ছিল নিম্নমুখী। লেনদেন হওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দাম ছিল অপরিবর্তিত। ৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০ কোম্পানির।
ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে, যার মধ্যে এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড সর্বোচ্চ ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রথম ঘণ্টার পর দর কমতে শুরু করলে ডিএসইতে রীতিমতো শেয়ার বিক্রির ধুম নামে। এতে করে বাজার আরও পয়েন্ট হারিয়েছে। সূচক কমলেও শেয়ার বিক্রির চাপে লেনদেন বেড়েছে ঢাকার বাজারে।
একদিনের লেনদেনে ডিএসইতে ৫০৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে, যা ১৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। গতদিন ডিএসইর লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি টাকা।
আরও পড়ুন: পুঁজিবাজারে উত্থানের জোয়ারেও কমেনি মন্দ শেয়ারের দৌরাত্ম্য
১০ শতাংশ দাম বেড়ে সোমবার ডিএসইর শীর্ষ শেয়ারের তালিকায় জায়গা করে নিয়েছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড এবং সাড়ে ৪ শতাংশের ওপর দাম হারিয়ে তলানিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো সূচক কমেছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৭ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে দাম কমেছে ৯৯, বেড়েছে ৬৯ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে সিএসইতে। সারাদিনে ৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪ কোটি ৭০ লাখ টাকা।
৯ দশমিক ৭৬ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ারের জায়গা করে নিয়েছে আইসিবি এএমসিএল থার্ড মিউচুয়াল ফান্ড। অন্যদিকে ৯ দশমিক ৯৩ শতাংশ দাম কমে তলানিতে সমরিতা হাসপাতাল।