ঢাকা-চট্টগ্রামে সূচকের উত্থান দিয়ে দিন শুরু হলেও শেষটা ভালো হয়নি পুঁজিবাজারে। সারাদিনের লেনদেন শেষে সূচক কমেছে দুই বাজারেই। তবে সূচকের পতন হলেও রাজধানীর পুঁজিবাজারের লেনদেন ছাড়িয়ে গেছে এ বছর সব রেকর্ড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএসের সূচক নেমেছে দশমিকের নিচে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
সূচক কমেছে ক্ষুদ্র এবং মাঝারি কোম্পানির এসএমই শেয়ারেও। ডিএসএমইর সূচক কমেছে তিনি পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম কমেছে বেশিরভাগেরই। ১৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দরপতন হয়েছে ২০৩ এবং অপরিবর্তিত আছে ৫৯ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম ছিল নিম্নমুখী। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮, কমেছে ৬ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ৬৭ লাখ শেয়ার ৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি সর্বোচ্চ ৮ লাখ ৭০ হাজার শেয়ার ৯ কোটি টাকায় বিক্রি করেছে।
আরও পড়ুন: উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
শীর্ষ কোম্পানির তালিকায় ৯ দশমিক ৪০ শতাংশ দাম বেড়ে জায়গা করে নিয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। অন্যদিকে ৫ শতাংশের ওপর দাম হারিয়ে তলানিতে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস।
সর্বোচ্চ লেনদেন
চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইর বাজারে। মঙ্গলবার ডিএসইর লেনদেন বেড়ে হয়েছে ৫৯৯ কোটি টাকা, যা গতদিন ছিল ৪৪৩ কোটি টাকা।
এর আগে ১১ ফেব্রুয়ারি ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছিল, যা ছিল এ বছরে সর্বোচ্চ। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে দুইবার লেনদেন ৫০০ কোটি ছাড়িয়ে গেল।
ব্রোকারেজ হাউজগুলো বলছে, সূচক কমতে থাকায় অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এজন্যই লেনদেন এতটা বেড়েছে।
লভ্যাংশ ঘোষণা
দুই কোম্পানি মঙ্গলবার শেয়ারবাজারে ২০২৪ সালের লভ্যাংশ ঘোষণা দিয়েছে। টেলিকম কোম্পানি রবি গত বছরের আয়ের ওপর প্রতি শেয়ারের ফেস ভ্যালুর ভিত্তিতে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে সামিট পাওয়ার বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ ঘোষণা করায় নিয়মানুযায়ী কোম্পানি দুটির শেয়ারের দামের সার্কিট ব্রেকার তুলে দিয়ে প্রাইস লিমিট ওপেন করে দিয়েছে ডিএসই।
আরও পড়ুন: পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
চট্টগ্রামেও পতন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একদিনের লেনদেনে সার্বিক সূচক কমেছে ৩২ পয়েন্ট। লেনদেন হওয়া ২১১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমলেও ঢাকার মতো লেনদেন বেড়েছে চট্টগ্রামেও। একদিনে সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২ কোটি ৯১ লাখ টাকা।
সর্বোচ্চ ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে স্কয়ার নিট কোম্পোজাইট পিএলসি এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড।