চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড গুলজার বেগম মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— হাটহাজারী বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ ও মো. মানিক।
স্থানীয়রা জানায়, গভীর রাতে তিন যুবক মোটরসাইকেল করে এসে একটি প্রাইভেটকার গতিরোধ করে গুলি চালিয়ে তিনজনকে আহত করে পালিয়ে যায়।
এলাকার লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে চাঞ্চল্যকর সুমন হত্যাকাণ্ডের হোতাসহ গ্রেপ্তার ২
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’
এদিকে প্রাইভেটকারে থাকা ৬ যুবকের একজন পুলিশকে জানিয়েছেন, ঢাকায় বসুন্ধরা শপিংমলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াতে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ডের ঘটানো হয়েছে।