চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২০) নিহত হয়েছের। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চককির্তী ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম কিবরিয়া জানান, আজ সকালে একটি ট্রাক ও একটি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।