আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে বিএনপি। এ লক্ষ্যে আজ বুধবার সিলেট যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো সিলেট বিভাগজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে পুরো বিভাগ উৎসবমুখর। থানা, জেলা ও বিভাগীয় সদরে ঘণ্টায় ঘণ্টায় বের হচ্ছে প্রচার মিছিল। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও জোটভুক্ত দলগুলো প্রচার মিছিল করছে। শুধু সিলেট নয়, মৌলভীবাজার ও হবিগঞ্জেও রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছয় স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা।
দলীয় সূত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সিলেটের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান আজ (বুধবার) রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। তার সঙ্গে আসবেন দলের কেন্দ্রীয় পর্যয়ের স্থানীয় কয়েকজন নেতাও। আগামীকাল সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। ওই সভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলটির নির্বাচনি প্রচারণা।