বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক বাড়ি থেকে এক বৃদ্ধ ও তার পুত্রবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দুজনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বা কারা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন— দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামের বাসিন্দা মো. আফতাব হোসেন (৬৫) ও তর বড় ছেলের স্ত্রী রিভা (৩৫)।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত আফতাবের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। হত্যার আগে তাকে বাঁধা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।