মাগুরার ৯ বছর বয়সি শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে তারা আদালত চত্বরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তাদের বাধা দেয় ও শান্ত করার চেষ্টা চালায়।
এ সময় আদালতের গেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্লোগানে স্লোগানে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।
এ ছাড়াও ধর্ষকদের বিচারের দাবিতে শুক্রবার সাধারণ ছাত্র-জনতা মাগুরা সদর থানা ঘেরাও করেছে। শনিবার দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা এবং সদর হাসপাতালের সামনে জেলা মহিলা দলের নারী সদস্যরা।
এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ এবং দশজন ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছে।
আরও পড়ুন: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪