ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাতভর দুই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।-খবর এনডিটিভির
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা।’
এই হামলাকে ‘আকাশ সন্ত্রাস’ আখ্যা দিয়ে মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার তৃতীয়বার্ষিকীর রাতে ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।’
ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে ইরানি ড্রোন হামলা শুরু করার পর এটিই ছিল সবচেয়ে বড় আঘাত বলে জানান জেলেনস্কি।
আরও পড়ুন: রাশিয়ার হয়ে যেতে পারে ইউক্রেন: ট্রাম্প
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘১৩৮ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। আর ১১৯টি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এ সময়ে রাশিয়া তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। এতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে গেল কয়েক মাস ধরে দেশটিতে সমন্বিত ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। জেলেনস্কি বলেন, ‘গেল সপ্তাহে প্রায় এক হাজার ১৫০টি ড্রোন, এক হাজার ৪০০ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় সক্ষম বোমা ও বিভিন্ন ধরনের ৩৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।’
এ সময়ে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।