ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না!’
যুদ্ধবিরতির প্রাথমিক ঘোষণায় তিনি বলেছিলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে, সে অনুযায়ী যুদ্ধবিরতির সময় আনুমানিক রাত ১২টা (ইস্টার্ন টাইম)।
এর আগে, শান্তি আলোচনা নিয়ে ইরান ও ইসরায়েল উভয়েই প্রায় একই সময়ে তার সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) রাতে নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেন ট্রাম্প।
ট্রাম্প পোস্টে লেখেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সঙ্গে আমার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি! এই মুহূর্তে, আমি জানতাম এখন সময়।’
যুদ্ধবিরতি ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ব ও মধ্যপ্রাচ্যই আসল জয়ী। উভয় জাতিই ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে।’