২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যৌক্তিক কারণ নেই।’
তিনি বলেন, কমিশন এখন নির্বাচনের প্রস্তুতিকে ত্বরান্বিত করার ওপর জোর দিচ্ছে। এই মুহূর্তে সামগ্রিকভাবে উদ্বেগ প্রকাশের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলার বিষয়টি পরে বিবেচনা করা হবে।
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, রোডম্যাপের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, এ সপ্তাহেই কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করা হবে। বর্তমানে সমন্বয়ের কাজ চলছে। কমিশন অনুমোদন দিলেই আমরা তা আপনাদের সামনে তুলে ধরতে পারব।
পড়ুন: পুলিশ-প্রশাসনে আ. লীগের অনুগতদের রেখে বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়: রিজভী
ভোটকেন্দ্র সংক্রান্ত নির্দেশনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, কমিশন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রতিটি ভোটকেন্দ্র ৩ হাজার ভোটারের জন্য নির্ধারিত করা হয়েছে। তবে প্রতিটি বুথে ভোটার সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ করা হবে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১১ কোটি ৯৭ লাখ ভোটারের জন্য ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ছিল।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৮ লাখে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে।