আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি সত্যিকার অর্থে নির্বাচন চাইত তাহলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতো না।’
তিনি বলেন, ‘তারা নির্বাচনে অংশ নিতে চায় না এবং নির্বাচন বানচাল করতে চায়।’
আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠন ও দলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ডাকা অবরোধ চলাকালে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে এবং দেশের অবকাঠামো রক্ষা করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা এখন বলছেন- এক দফা আন্দোলন ভুয়া। গোলাপবাগ থেকেই বিএনপির আন্দোলনের পতন শুরু হয়।’
তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা বিবেচনায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হবে।’
আরও পড়ুন: বিএনপির শনি ও রবিবারের হামলা পূর্বপরিকল্পিত: ওবায়দুল কাদের