খুলনায় সুমন নামের এক যুবকেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। তিনি রকিব উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার গতিরোধ করেন। একপর্যায়ে সুমনের মুখে (থুতনির ডানপাশে) গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে। সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন।’