ঠাকুরগাঁওয়ের চাপশার সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ জনের মধ্যে চিহ্নিত এক ভারতীয় দম্পতিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ জুন) রাতে ওই দম্পতিতে হস্তান্তর করা হয়ে। গত ১৪ জুন তাদের পুশইন করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
এর আগে, ওই দম্পতিকে ফেরত দিতে সোমবার সন্ধ্যায় বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি।
বিজিবি জানায়, গত ১৪ জুন আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার বিওপির সীমান্ত পিলার ৩৪৭/১-এস দিয়ে ২৩ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির ৪২ ব্যাটালিয়ন।
আরও পড়ুন: নেত্রকোণা সীমান্তে ৩২ জনকে পুশ ইন বিএসএফের
এরপর আটক ২৩ জনের মধ্যে যাচাই-বাছাইয়ে ২১ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
অন্য দুজন হলেন— ভারতীয় দম্পতি ফজের মণ্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মণ্ডল (১৯)। তারা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনার বাসিন্দা।