নাটোরে সিএনজি অটোরিকশা, রিকশা ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আনছার আলী(৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার ছাতনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনছার আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার দরিয়াপুর গ্রামের কানুর ছেলে।
স্থানীয়রা জানায়,সকালে কুয়াশার কারণে ছাতনী এলাকায় নাটোর-তাহেপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আনছার আলীকে মৃত ঘোষণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।