সাভারে বাসা থেকে ডেকে নিয়ে সুলতান হোসেন সাগর নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান হোসেন সাগর (২২) নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রংয়ের কাজ করতেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ৬ থেকে ৭ জন যুবক। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে তাদের মধ্যে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে সাগরকে ফেলে রেখে ওই যুবকরা পালিয়ে যায়।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
পরে সেখান থেকে সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় তার বন্ধুরা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’