বরগুনা সদর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা।
শনিবার (১৪ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের টিলাবাড়ী গ্রামের (৪ নম্বর ওয়ার্ড) মৃত সেন্টু মিয়ার বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে পাশেই সেন্টু মিয়ার ভাতিজা মো. মোতালেব মিয়ার বাড়িতে।
বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে এলাকাটির দুর্গম হওয়ার কারণে ফায়ার ট্রাক সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে পানি এনে রাত ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিনি বলেন, ‘আগুনে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। মারা গেছে তিনটি গৃহপালিত ছাগল। ক্ষতির পরিমাণ আনুমানিক ৬-৭ লাখ টাকা বলে জানা গেছে।’
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গুদামে আগুন
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোতালেব মিয়া (৪৫) বলেন, ‘হঠাৎ করে বিদ্যুতের তার থেকে আগুন বের হয়ে পুরো ঘরটাকে ঘিরে ফেলে। কিছুই বাঁচাতে পারিনি।’
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেনেছি।
স্থানীয়দের দাবি, এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।