������������������������������
নাশকতা মামলায় বিএনপির ২৫ নেতা-কর্মীর ৩ বছরের কারাদণ্ড
পাঁচ বছর আগের নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে ৪৮ মামলা: ৭০০ নেতা-কর্মী গ্রেপ্তার
রায়ে এক ধারায় আসামিদের আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আরেক ধারায় ছয় মাস করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন- সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মো. মাছুম, গলাকাটা আজিম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ।
আসামিদের আইনজীবী নীহার হোসেন ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
বিচারক জানান, আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর করা হবে।
জানা যায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আসামিরা বংশালের এনসিসি রোডের সামনে মিছিল বের করে। তারা গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।
এ ঘটনায় বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আজাহার হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৯ সালের ৩০ জুন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আরও পড়ুন: কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার : র্যাব
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদের প্রার্থিতা বাতিলের দাবি
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আজাদ। এই অভিযোগে আজাদ শামীমের নেদারল্যান্ডসের পাসপোর্টের নম্বরসহ আবেদনটি করেন।
ফরিদপুর-৩ আসনে (সদর) ৫টি জাতীয় নির্বাচনের পর প্রার্থী পাল্টেছে ক্ষমতাসীন দলের। মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে। সেই প্রার্থিতা বৈধও ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন: ফরিদপুর-৩ আসনে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ
নৌকার মনোনয়ন না পেয়ে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের কর্ণধার ও আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ।
শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক- এমন একটি অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
এবার আওয়ামী লীগ নেতার আবেদনে এ কে আজাদের হলফনামার দৈত্ব নাগরিকত্বের তথ্য গোপন, সম্পদবিবরণী ও নির্ভরশীলদের বিষয়ে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
শামীম বলেন, ‘আমার আইনজীবী সব বিষয় তুলে ধরেছেন। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সব ‘অসত্য তথ্য’, দলিলাদি দেখে সঠিক সিদ্ধান্ত দেবে আশা করি।’
এ বিষয়ে এ কে আজাদ বলেন, ‘বাংলাদেশের বাইরে আমি কোনো দেশের নাগরিক নই, কখনো নাগরিক হওয়ার জন্য আবেদন করিনি। এমনকি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের বাইরে নেই। এছাড়া, হলফনামায় আমি যে তথ্য দিয়েছি সেটি শতভাগ সঠিক।’
আরও পড়ুন: টানা বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজের ব্যাপক ক্ষতি
আদম তমিজি হককে আটক করেছে ডিবি
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হককে শনিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির আরেকটি সূত্র জানায়, ডিবি প্রধান হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।
এর আগে গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশানে আদম তমিজী হকের বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা কর্মকর্তারা জানান, তমিজি হক তাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দেন।
জনসেবক হওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের প্রথম ও প্রধান কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জনসেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪০তম বার্ষিক সাধারণ সভায় আইজিপি এসব কথা বলেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি মো. ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে সভায় দায়িত্বরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অতীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অনন্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের দেখানো পথে বাংলাদেশ পুলিশ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন অনেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন। বর্তমান পুলিশ আপনাদের তৈরি করা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ‘আমরা কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের অবদান স্মরণ করি।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন পুলিশ কর্মকর্তারা আপনাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনের চেষ্টা করবেন।
পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি কল্যাণমূলক সংগঠন হিসেবে সুপরিচিত। এই সমিতি গত ৪০ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি সমিতির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
আইজিপি সমিতির নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের চিরশান্তি কামনা করেন।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ পুলিশও অনেক উন্নতি করেছে।
সভায় সমিতির পাঁচ সিনিয়র সদস্যকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়া এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা পুলিশ কর্মকর্তাদের ২৯ মেধাবী সন্তানকে সমিতির উদ্যোগে 'প্রয়াত মহিউদ্দিন আহমদ চৌধুরী-এম সহিদুল ইসলাম চৌধুরী শিক্ষা বৃত্তি' দেওয়া হয়।
গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৩৫
গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব-১৩।
শুক্রবার পরীক্ষা চলাকালীন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় বেশ কিছু মোবাইল, ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে ৪৮ মামলা: ৭০০ নেতা-কর্মী গ্রেপ্তার
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমমান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পরে তাদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ এবং ১৬টি মোবাইল ফোন ও ব্যাংক চেক জব্দ করা হয়।
র্যাব ক্যাম্পের ফ্লাইট লেফন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটকরা তাদের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার : র্যাব
রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে শিক্ষকসহ আটক ১৯
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৮০টি মোবাইল ফোন ও ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার পরীক্ষা চলাকালীন সিন্ডিকেট দলের সদস্য শিক্ষকরা অভিনব কায়দায় আধুনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে সরবরাহ করেন। এরপর বাইরে থেকে উত্তর সরবরাহের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে তৎপর থাকায় বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে। একপর্যায়ে পরীক্ষা কেন্দ্র থেকে আটজন পরীক্ষার্থী এবং অন্যভাবে তিনজন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া তিনজন শিক্ষকসহ সিন্ডিকেট দলের আরও পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ৮০টি মোবাইল ফোন ও আধুনিক ডিভাইস জব্দ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, সাধারণ প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষা শুরুর আগে। কিন্তু এখানে আগে থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। মূলত পরীক্ষা শুরুর পর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে তার উত্তর সরবরাহের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
তিনি জানান, রংপুর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে এই সিন্ডিকেট দলের আরও সদস্যদের আটক করা হয়েছে। এ বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বদলি পরীক্ষা দেওয়ায় আটক ১৮
ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিমসহ ৩৪ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুবাই ফেরত চার যাত্রীকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুইজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী ও দুইজন সিলেটের। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আরও পড়ুন: বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ চালান জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান জব্দ করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৫৭ মিনিটে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বিপুল এ স্বর্ণের চালানটি জব্দ করেন দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।
অভিযানকালে যাত্রীর সিটের নিচ থেকে ১০ ইঞ্চি মাপের বড় স্কেল আদলের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। একেকটা স্কেলের ওজন আড়াই কেজির উপরে। এছাড়া বাকি স্বর্ণ বিমানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, জব্দ করা স্বর্ণের মধ্যে ২৮০টি সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
তিনি আরও জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
মাগুরা জেলার গাংনালিয়া ব্রিজের নিচে থেকে উদ্ধার করা অজ্ঞাত কঙ্কালের সূত্র ধরে আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গত ১৫ নভেম্বর সকালে সদর উপজেলার গাংনালিয়া ও বরিশাট গ্রাম সংলগ্ন কুমার নদীর উপর নির্মিত ব্রিজের নিচ থেকে একটি বস্তাবন্দি মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে। পরে ১৬ নভেম্বর এ সংক্রান্ত একটি এফআইআর করা হয়।
এরপর জেলা পুলিশের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও মাগুরা সদর থানার কর্মকর্তারা জেলার বিভিন্ন থানাসহ আশপাশের থানার মানুষ নিখোঁজ সংক্রান্ত জিডি পর্যালোচনা করে এবং নিখোঁজ ব্যাক্তিদের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
আরও পড়ুন: লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, আটক ২
এতে প্রাথমিকভাবে জানা যায় যে, উদ্ধার হওয়া কঙ্কাল গত ১৭ অক্টোবর নিখোঁজ হওয়া মোছা. মারিয়া খাতুনের। তিনি মাগুরা সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের মো. আসাদুজ্জামানের মেয়ে।
নিখোঁজ সংক্রান্ত তথ্য পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বর্ণিত ঘটনার সঙ্গে সন্দেহভাজন জড়িতদের জিজ্ঞাসাবদ করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঘটনার প্রায় সাত দিনি আগে ভুক্তভোগী মারিয়ার(১৭) সঙ্গে আটক শশী আহম্মেদ নিশানের (১৯) এর ফেসবুকে প্রেমের সম্পর্ক হয়।
সম্পর্কের সূত্র ধরে ১৭ অক্টোবর মারিয়াকে ফুসলিয়ে আমির খসরু নামের একজনের ভাড়া বাসায় নিয়ে হত্যা করে শশী। পরে হত্যাকাণ্ডের ঘটনা ও আলামত ধ্বংস করতে সেতুর নিচে লাশ বস্তাবন্দি করে ফেলে আসে।
গ্রেপ্তার শশী আহম্মেদ নিশান (১৯) ও নবুয়াত আলী মোল্যাকে(৪৬) জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে ৭ জন গ্রেপ্তার : র্যাব
বিএনপিসহ সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ ও হরতালচলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বৃস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম ও চট্টগ্রামের উত্তর মাদারশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন।
ঢাকার সূত্রাপুর ও চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার ২১
গত ২৮ অক্টোবরের হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিকে সহিংসতা ও ভাঙচুর প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১২৬টিসহ সারাদেশে র্যাবের ৪১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে টহল দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও কার্গো পরিবহনের নিরাপত্তা দিচ্ছে এলিট ফোর্স।
এছাড়া যেকোনো ধরনের ভাঙচুর ও সহিংসতা রোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতা- নাশকতার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার ৮২০
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নূরতাজ বেগম (৬০) নামে এক নারী আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূরতাজ বেগম পৌর শহরের দক্ষিণ কান্দা পাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে হৃদয় জানান, পুলিশ তার মাকে সন্ধ্যায় আটক করলেও, পরিবারকে কিছু জানায়নি। এমনকি মাঝরাতে তার মাকে হাসপাতালে ভর্তি করা এবং সকালে তার মারা যাওয়ার ব্যাপারেও তাদের কিছু জানানো হয়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে সকালে হাসপাতালে যাওয়ার পরও পুলিশ তার মায়ের লাশ দেখতে দিচ্ছে না।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ১০ কেজি গাজাসহ নূরতাজ বেগমকে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়। রাত ৩টায় তিনি অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টায় তিনি মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রামে থানা হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: ২ এএসআই প্রত্যাহার
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পলাশ মোল্লা বলেন, ‘অ্যাবডোমিন পেইন নিয়ে রাতে তিনি ভর্তি হন। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টায় ফের তার পেট ব্যথা শুরু হলে আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে আকস্মিক তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে।’
ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নূরতাজ একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তাকে ১০ কেজি গাজাসহ গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়। রাতে তিনি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে নূরতাজ বেগমকে ডিবি পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। ঘটনার দিন রাতে নূরতাজ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, হাসপাতালের ডাক্তার জানিয়েছেন নূরতাজ বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশি হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু: পরিবারের অভিযোগ
নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিস সহকারীর মৃত্যু : অভিযোগ পরিবারের