কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-টু-খরিবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে এবং ফুলবাড়ী সদরে জোবেদা অটোরাইস মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’