চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে সেটির চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে, উপজেলার নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি বাজার এলাকায়।
নিহত জুয়েল রানা গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি থেকে আজ ভোরে জুয়েল রানা তার গাড়িতে ছয়জন যাত্রী নিয়ে নাচোল উপজেলার কাকনহাটের উদ্দেশে রওনা হয়। সকাল ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি বাজার এলাকায় ভাঙা রাস্তায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক জুয়েল রানা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, ‘স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’