বগুড়া শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— শহরের কাটনারপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম সজল ও তার স্ত্রী হোসনে আরা। তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‘সজল ও তার স্ত্রী হোসনে আরা মোটরসাইকেলে করে হাইওয়ে দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই সড়কে ছিটকে পড়েন।’
‘এ সময় পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রী হোসনে আরাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’