মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কুতুবপুর সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিঠুন তালুকদার (২৩), হৃদয় ঢালী (২০), রমজান মিয়া (২৫) ও আলী খান ( ২২)। নিহত ৩ জনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। মিঠুন তালুকদারের বাড়ি মাদারীপুরের কুতুবপুরের সাহেব বাজার এলাকায়।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, ‘মাদারীপুরের শিবচর উপজেলার সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে রমজান ও আলী নামে আরও দুজনের মৃত্যু হয়।’
মাদারীপুরের এসপি মো. সাইফুজ্জামান আরও বলেন, ‘দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।’