ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করছেন। এ লক্ষ্যে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও চলতি সপ্তাহে পৃথক আলোচনার কথা রয়েছে তাদের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই বৈঠকে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে বসে প্রস্তাবিত শান্তি কাঠামোর বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা।
ফ্লোরিডায় বৈঠকের আগে স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক পদত্যাগের ঘোষণা দেন। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ইয়েরমাক।
ইয়েরমাকের বাসায় দুর্নীতিবিরোধী অভিযান চালানোর পর এই পদত্যাগের ঘোষণা আসে। জেলেনস্কি সরকারের বিরুদ্ধে জ্বালানি খাতে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ হিসেবে ১০ কোটি ডলার আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। এর ফলে নিজ দেশেই চাপের মধ্যে রয়েছে জেলেনস্কির সরকার।
মাত্র এক সপ্তাহ আগে ইয়েরমাক রুবিওর সঙ্গে জেনেভায় বৈঠক করেন। বৈঠক শেষে তারা উভয়েই জানিয়েছিলেন, সংশোধিত শান্তি পরিকল্পনা ফলপ্রসু হয়েছে। তবে ইয়েরমাকের পদত্যাগের ঘোষণার পর সেনাপ্রধান অ্যান্ড্রি নাটভ, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও সিকিউরিটি কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ ফ্লোরিডায় নতুন বৈঠকে ইউক্রেনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
কিয়েভের কুটনীতিকরা বর্তমানে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সমঝোতার উদ্দেশ্যে ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা পুনঃনিরীক্ষা করেছেন। ট্রাম্পের প্রস্তাবিত প্রাথমিক ওই পরিকল্পনায় রাশিয়ার স্বার্থকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে এর সমালোচনা করেন তারা। ওই প্রস্তাবে ইউক্রেনের ডনবাসের পূর্বাঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাম্পের ২৮ দফায় ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিতকরণ, ন্যাটোতে যোগদানে বিধিনিষেধ ও ১০০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার শর্ত ছিল। তবে আলোচকরা জানিয়েছেন, প্রাথমিক ওই প্রস্তাবনা-কাঠামোটির সংশোধন করা হয়েছে। তবে কীভাবে তা পরিবর্তন করা হয়েছে, তা তাদের কাছে স্পষ্ট নয়।
পুতিনের সঙ্গে এই পরিকল্পনার ব্যাপারে আলোচনা করতে চলতি সপ্তাহেই উইটকফ, এমনকি কুশনারকেও পাঠানো হতে পারে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন ট্রাম্প। উইটকফ ও কুশনার উভয়েই ট্রাম্পের মতো রিয়েল এস্টেট ব্যবসায়ী। তবে তারা কূটনীতির চেয়ে চুক্তি তৈরির ওপর বেশি গুরুত্ব দেন। গাজায় যুদ্ধবিরতিতে ২০ দফা প্রস্তাবেও নেতৃত্ব দিয়েছিলেন তারা।
এক্স-এ জেলেনস্কি লিখেছেন, যুদ্ধ শেষ করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, ইউক্রেনীয় প্রতিনিধিদল তা নির্ধারণ করবে।
শনিবার রাতে নৈমিত্তিক ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি বলেন, মার্কিন পক্ষ একটি ‘গঠনমূলক দৃষ্টিভঙ্গি’ প্রদর্শন করছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই যুদ্ধকে মর্যাদাপূর্ণভাবে শেষ করার পথ নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপগুলো স্পষ্ট করা সম্ভব।’
এদিকে, শনিবার কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাতভর চলা নতুন এই হামলায় কিয়েভ অঞ্চলের ভিশহোরোদ শহরে নয়তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আঘাত হানলে একজন নিহত এবং চার শিশুসহ ১৯ জন আহত হয় বলে জানান তারা।
পরে আজ (রবিবার) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ওপর ১২২টি স্ট্রাইক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।
তিনি বলেন, ‘এ ধরনের হামলা প্রতিদিনই ঘটে। শুধু এই সপ্তাহেই রুশরা প্রায় ১ হাজার ৪০০ স্ট্রাইক ড্রোন, ১ হাজার ১০০ গাইডেড আকাশবোমা এবং ৬৬টি ক্ষেপণাস্ত্র আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। তাই প্রতিদিন ইউক্রেনের স্থিতিশীলতা আরও জোরদার করতে হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন, আর শান্তির জন্য আমাদের অংশীদারদের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এমন কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান প্রয়োজন যা যুদ্ধের অবসানে সহায়তা করবে।’