আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও সহিংসতার দায় বিএনপিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে। কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে এবং জননিরাপত্তা বিঘ্নিত হলে তার দায়দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিভ্রান্তিকর’ ও ‘উদ্দেশ্যমূলক’ রাজনৈতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ইতিহাস বলে, সন্ত্রাস ও মিথ্যাচারই বিএনপির রাজনীতির প্রধান হাতিয়ার।
আরও পড়ুন: বিএনপির ২৭ তারিখের সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা নেই: কাদের
তিনি বলেন, বিএনপি ও তার সহযোগীরা এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে এবং মানুষের মনে ভীতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির মূল লক্ষ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসকারী বিএনপি নেতারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের সামনে দাঁড়িয়েছেন। জনগণ মুখোশের পেছনের মুখগুলো ভালো করেই জানে তাই তারা বিএনপির কোনো আহ্বানে সাড়া দেয়নি এবং ভবিষ্যতেও জনগণের সমর্থন পাবে না।
তিনি বিএনপিকে ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দিব না: কাদের