সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে শনিবার গোসল করতে নেমে তিন বন্ধু নিখোঁজ হওয়ার ঘটনায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হয়েছিল। রবিবার (২ ফেব্রুয়ারি) অপর ২ বন্ধুর লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস। এ নিয়ে তিনজনকেই নিহত অবস্থায় উদ্ধার করা হলো।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার কৃষ্ণ নিয়োগী, সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার সারজিল ও ঝাঁটিবেলাই গ্রামের রাফিম।
এরা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, দুই বন্ধু সিরাজগঞ্জে রাফিমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কামারখন্দে ফুলজোর নদীতে গোসল নেমে তারা তিনজন নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্র রাফিমের লাশ রাতে ও অপর দুজনের লাশও উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।