রাজধানীর ইসলামবাগ এলাকার একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ৮টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া সেল পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে ভবনের মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় পুরো ভবন ঘিরে ফেলা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে শিশুর মৃত্যু
তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে এ সময় নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসও এখনও কিছু জানতে পারেনি বলে জানান আনোয়ারুল ইসলাম।