সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থানের সমনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)।
আরও পড়ুন: দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এ সময় মাইক্রোবাসচালক ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’